Home / খেলাধুলা / টস জিতে ব্যাটিংয়ে জিম্বাবুয়ে

টস জিতে ব্যাটিংয়ে জিম্বাবুয়ে

জিতলেই ফাইনাল। এমন সমীকরণের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেমার। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ১২ টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে জিটিভি ও বিটিভি।

নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে বড় ব্যবধানে হারলেও দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় তুলে নেয় জিম্বাবুয়ে। এদিকে জিম্বাবুয়ের পর বাংলাদেশের কাছেও হেরে যায় হাথুরুর শিষ্যরা। তাই এ ম্যাচে জয়ের কোন বিকল্প নেই দলটির।

এ ম্যাচেও একটি পরিবর্তন এসেছে লংকান দলে। লাকশান সান্দাকান একাদশে এসেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। আর হ্যামস্ট্রিং ইনজুরিতে চোটে আক্রান্ত হওয়া ম্যাথিউজের পরিবর্তে এ ম্যাচেও অধিনায়কত্ব করছেন চান্দিমাল।

জিম্বাবুয়ে একাদশ:

হ্যামিলটন মাসাকাদজা, সলোমন মিরে, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেইলর (উইকেটরক্ষক), সিকান্দার রাজা, পিটার মুর, ম্যালকম ওয়ালার, গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), কাইল জারভিস, ব্লিজিং মুজারাবানি, টেন্ডাই সাতারা।

শ্রীলঙ্কা একাদশ:

কুশাল পেরেরা, উপুল থারাঙ্গা, কুসল মেন্ডিস, নিরোশান ডিকওয়েলা (উইকেটরক্ষক), দিনেশ চান্দিমাল (অধিনায়ক), আসেলা গুনারত্নে, থিসারা পেরেরা, আকিলা ধনঞ্জয়া, সুরঙ্গা লাকমল, লক্ষণ সান্দাকান, নুয়ান প্রদ্বীপ।

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ১২ : ৩০ পিএম, ২১ জানুয়ারি ২০১৮, রোববার
এইউ