বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের তৃতীয় ম্যাচে মিরপুর শের-ই-বাংলায় মুখোমুখি হয়েছে জেমকন খুলনা ও মিনিস্টার গ্রুপ রাজশাহী।
টস জিতে খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। দুপুর দেড়টায় ম্যাচটি শুরু হয়েছে।
টুর্নামেন্টের উদ্বোধনী দিনে দুই দলই নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছিল। জেমকন খুলনা ৪ উইকেটে হারিয়েছিল ফরচুন বরিশালকে। মিনিস্টার গ্রুপ রাজশাহী ২ রানে জয় পায় বেক্সিমকো ঢাকার বিপক্ষে।
জেমকন খুলনা একাদশ: সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), ইমরুল কায়েস, রিশাদ হোসেন, আল আমিন হোসেন, জহুরুল হক অমি, এনামুল হক বিজয় (উইকেটরক্ষক), শামীম পাটোয়ারি, আরিফুল হক, শফিউল ইসলাম ও শহীদুল ইসলাম।
মিনিস্টার গ্রুপ রাজশাহী: একাদশ নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), আনিসুল ইমন, রনি তালুকদার, ফজলে মাহমুদ, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মোহাম্মদ আশরাফুল, ফরহাদ রেজা, আরাফাত সানি, শেখ মেহেদি হাসান, এবাদত হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধ।
বার্তাকক্ষ,২৬ নভেম্বর,২০২০;
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur