খেলাধুলা

টস জিতে ফিল্ডিংয়ে রংপুর

সিলেট ও ঢাকা পর্বে শেষে বন্দরনগরী চট্টগ্রামে শুরু হয়ে গেল বিপিএল উন্মাদনা। ঢাকার প্রথম পর্ব শেষে দুই দিন বিরতির পর আজ শুক্রবার দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে মাশরাফি বিন মুর্তজার রংপুর রাইডার্স ও মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটানস।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ টসে জিতে খুলনা টাইটানসকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে মাশরাফি বাহিনী।

৭ ম্যাচে ৪ জয় নিয়ে ভালো অবস্থানে আছে মাহমুদুল্লাহ রিয়াদের দল খুলনা টাইটানস। পয়েন্ট তালিকায় তাদের অবস্থান এখন তৃতীয় স্থানে। অন্যদিকে টানা দুই ম্যাচ জিতে পয়েন্ট তালিকার তলানি থেকে ৫ নম্বরে উঠে এসেছে মাশরাফি বিন মুর্তজার দল রংপুর রাইডার্স। গত দুটি ম্যাচই তারা দাপটের সঙ্গে জিতেছে।

দুই দলই ঢাকায় নিজেদের শেষ রাউন্ডের দুটি ম্যাচেই জয় পেয়েছে। জয়ের ধারায় থাকতে চায় দুটি দলই। রংপুর নিজেদের প্রথম ম্যাচে জয়ের পর টানা তিনটি ম্যাচ হেরে কোণঠাসা হয়ে পড়েছিল। তবে এরপর টানা দুটি জয় তুলে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে দলটি। সিলেট সিক্সার্সকে হারানোর পর নাটকীয়ভাবে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসকে হারিয়েছে তারা। খুলনাও নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল। তবে এরপর টানা দুটি জয় তুলে নেয় তারা। মাঝে ঢাকার বিপক্ষে হারার পর বৃষ্টির কারণে চিটাগাংয়ের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে দলটি। এরপর আবার টানা দুটি জয় পায় তারা।

এদিকে বিপিএল নিয়ে উৎসাহের চুড়ান্ত দেখা গেছে চট্টগ্রামে। টিকিটের আশায় গভীর রাত থেকেই লাইন দিয়ে বসে ছিলেন ক্রিকেটপ্রেমীরা। শীতের রাত জাগার ক্লান্তি তাদের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। চট্টগ্রামের ঘরের ছেলে তামিম ইকবাল এবার কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেলছেন।

তবে চিটাগাং ভাইকিংসের সঙ্গে এই পর্বে তাদের কোনো ম্যাচ নেই।

খুলনা টাইটানস
নাজমুল হোসাইন শান্ত, রিলে রুশো, মাহমুদুল্লাহ রিয়াদ, আরিফুল হক, কার্লোস ব্র্যার্থওয়েট, নিকোলাস পুরান, আনিফ হোসাইন, জোফ্রা আর্চার, তানভীর ইসলাম, জুনায়েদ খান, আবু জায়েদ।

রংপুর রাইডার্স
ব্রেন্ডন ম্যাককালাম, ক্রিস গেইল, মোহাম্মদ মিথুন, রবি বোপারা, থিসারা পেরেরা, মাশরাফি বিন মুর্তজা, নাহিদুল ইসলাম, ফজলে মাহমুদ, সোহাগ গাজী, রুবেল হোসেন, লাসিথ মালিঙ্গা।

নিউজ ডেস্ক :
বাংলাদেশ ৩:২৫ পিএম, ২৩ নভেম্বর, ২০১৭ শুক্রবার
এএস

Share