Home / খেলাধুলা / টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, ফরিদগঞ্জের জয়ের অভিষেক
টস
মাহমুদুল হাসান জয়

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, ফরিদগঞ্জের জয়ের অভিষেক

পাকিস্তানের বিপক্ষে মিরপুরে দ্বিতীয় ও শেষ টেস্টে টস হেরে ফিল্ডিংয়ে নামছে বাংলাদেশ। একাদশে ৩ পরিবর্তন নিয়ে মাঠে নামবে মুমিনুল হকের দল। এই টেস্ট দিয়ে অভিষেক হচ্ছে চাঁদপুরের ফরিদগঞ্জের মাহমুদুল হাসান জয়ের। সঙ্গে দলে ফিরেছে সাকিব আল হাসান ও খালেদ আহমেদ। অন্যদিকে পাকিস্তান নামছে অপরিবর্তিত একাদশ নিয়ে।

এর আগে টি-টোয়েন্টিতে ধবলধোলাইয়ের পর বাংলাদেশ হেরেছিল প্রথম টেস্টেও। শেষ টেস্টে তাই সিরিজ বাঁচানোর লক্ষ্যেই মাঠে নামবে সাকিব-মুশফিকরা।

বাংলাদেশ দল:

মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, মাহমুদুল হাসান জয়, সাকিব আল হাসান, খালেদ আহমেদ।

প্রসঙ্গত, ২০০০ সালের ১৩ নভেম্বর চাঁদপুরের ফরিদগঞ্জে জন্ম নেয়া মাহমুদুলের ক্রিকেটের প্রতি ভালোবাসা দেখে বাবা ব্যাংকার আবুল বারেক তাকে ক্লেমন ক্রিকেট একাডেমিতে ভর্তি করান। চাঁদপুরের এই একাডেমিতে দুই বছর প্রশিক্ষণ শেষে ২০১৪ সালে বিকেএসপিতে ভর্তি হন মাহমুদুল। ছেলেকে নিজের মতো ব্যাংকার বানানোর স্বপ্ন ছেড়ে বাবা আবুল বারেকও সব ধরনের সমর্থন দিতে থাকেন। এরপর কেবল এগিয়ে যাওয়ার গল্পই লিখেছেন মাহমুদুল।

টেস্ট দলে ডাক পেয়ে উচ্ছ্বাসের শেষ নেই জয়ের, ‘আসলে এই অনুভূতিটা প্রকাশ করার মতো না। সবারই স্বপ্ন থাকে টেস্ট স্কোয়াডে চান্স পাওয়ার। আমি প্রথমবারের মতো টেস্ট দলে সুযোগ পেয়েছি। আমি অনেক খুশি। কিভাবে কী করবো, সেটি নিয়ে আলাদা কোন পরিকল্পনা নেই। সুযোগ পেলে আমি আমার স্বাভাবিক ব্যাটিংয়ের চেষ্টা করবো।’