সোমবার ২৮ এপ্রিল খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ৩ ফেব্রুয়ারি সম্পাদিত জিটুজি চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে ২০ হাজার মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি থাই বিন ৯ জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে।
জিটুজি চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে ১ লাখ মেট্রিক টন আতপ চাল আমদানির চুক্তি হয়েছিল,যা ইতোমধ্যে দেশে পৌঁছেছে।
জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা এরই মধ্যে শেষ হয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলেন,চাল খালাসের কার্যক্রম শুরু করা হয়েছে।
২৮ এপ্রিল ২০২৫
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur