জাতীয়

টঙ্গীতে কারাখানায় আগুন, ভেঙ্গে পড়েছে ৪ তলা ভবন, নিহত ২০

গাজীপুর মহানগরীর টঙ্গীর বিসিক মোড়ে শনিবার সকালে কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২০ এ দাঁড়িয়েছে। এখানো ওই ভবনের নিচে অনেকে চাপা পড়ে আছে বলে জানা গেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আখতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এ পর্যন্ত নিহত ৮ জনের পরিচয় পাওয়া গেছে। নিহতরা হলেন- কারখানার শিফট ইন চার্জ শুভাষ (৪০), প্রিন্টিং হেলপার রফিকুল ইসলাম (২৮), সিকিউরিটি গার্ড হান্নান (৪৫), অপারেটর মামুন (৪০), অপারেটর আনোয়ার (৪০), অপারেটর জয়নুল (৩৪), ক্লিনার শংকর (৩৮) ও ক্লিনার রেদোয়ান (৩৫)।

এ অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হয়েছেন অর্ধশত। আহতদের মধ্যে ৯ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। এদিকে বিস্ফোরণের পর ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৫ টি ইউনিট।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে রেলগেট এলাকায় টঙ্গী শিল্পাঞ্চলের চ্যাম্পাকো নামে একটি কারখানার বয়লার বিস্ফোরিত হয়। এতে কারাখানার ভেতরে ভয়াবহ আগুন লেগে একজন নারী শ্রমিকসহ ১৫ জন নিহত হন। ধসে পড়েছে চারতলা ভবনের একাংশ।

এ ঘটনায় কারখানার ভবনের একাংশ ধসে পড়েছে। বিস্ফোরণের ফলে ওই ভবনটিতে আগুন ধরে যায়।

আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে, স্থানীয় বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে, আগুন নিয়ন্ত্রণে টঙ্গী ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ শুরু করে। পরে, পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আরো ২০ ইউনিট যুক্ত হয়।

এদিকে, আগুনে কারণে কারখানার ভেতরে বেশ কয়েকজন শ্রমিক আটকা পড়ে আছে বলে খবর পাওয়া গেছে।

সময় টেলিভিশন থেকে সংগ্রহ করা ভিডিওটি দেখুন…

নিউজ এডিটর ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ১০:১০ এএম, ১০ সেপ্টেম্বর ২০১৬, শনিবার
ডিএইচ

Share