নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেন র্যাব-পুলিশ হেফাজতে কয়েক ঘন্টা ছিলেন। এ সময় নূর হোসেন বিভিন্ন বিষয়ে কথা বলেন।
তিনি জানান, সাত খুনের ঘটনা তার পরিকল্পনাতেই হয়েছে। নূর হোসেন বলেন, নারায়ণগঞ্জের রাজনীতি নোংরা। এখানে সবসময় ‘বস’দের খুশি রাখতে হয়। টেলিভিশনে টকশোতে কথা বলার সুযোগ দিতে র্যাবের কাছে দাবি জানান নূর হোসেন। তিনি বলেন, সুযোগ দিলে দেশবাসীর কাছে আমার মনের সব কথা খুলে বলতে পারবো।
নূর হোসেন জানান, আমাদের টার্গেট ছিল নজরুল। চন্দন সরকারসহ বাকিরা টার্গেটে ছিল না। যেহেতু প্রত্যক্ষদর্শী কেউ বেঁচে থাকলে ঘটনা জানাজানি হয়ে যাবে, তাই তাদেরকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ড ঘটাতে বড় অংকের টাকা লেনদেন হয় বলে স্বীকার করেন নূর হোসেন।
প্রসঙ্গত, গত বছরের ২৭ এপ্রিল সাত খুনের ঘটনা সংঘটিত হওয়ার একদিন পরে ভারতে পালিয়ে যান নূর হোসেন। ওই বছরেরই ১৪ জুন কলকাতার বাগুইআটিতে পুলিশের হাতে ধরা পড়েন তিনি। তার বিরুদ্ধে সে দেশে অনুপ্রবেশের অভিযোগে মামলা হয়। গত মাসে ভারত সরকার সেই মামলা প্রত্যাহার করে নিলে নূর হোসেনের দেশে ফেরার পথ সুগম হয়।
নিউজ ডেস্ক ||আপডেট: ০৮:২৯ পিএম, ১৬ নভেম্বর ২০১৫, সোমবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur