হরিপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
হরিপুর উপজেলার মরাধার গ্রামে শয়ন কক্ষ থেকে জরিনা বেগম (২৭) নামে গৃহবধূর ঝুলন্ত লাশ শনিবার (২২ জুলাই) উদ্ধার করেছে পুলিশ।
জরিনা বেগম উপজেলা মরাধার গ্রামের মিজানুর রহমানের স্ত্রী।
জরিনার পরিবার জানায়, ‘পারিবারিক কলহের কারণে জরিনা বেগম নিজ শয়ন ঘরে ষড়ের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।’
বিষয়টি হরিপুর থানার ওসি (তদন্থ) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2015/10/Kabirul-Islam.jpg” ] প্রতিবেদক- কবিরুল ইসলাম কবির, ঠাকুরগাঁও করেসপন্ডেন্ট [/author]