Sunday, 12 July, 2015 01:40:44 AM
চাঁদপুর টাইমস ডেস্ক:
এ এক অন্য ছবি। বলা যায় উল্টো পূরাণ। বনের চিতা বাঘ থেকে বাঁচতে পালিয়ে বেড়ায় মানুষ। এটাই চেনা ছবি। এই চিরাচরিত ছবির উল্টো ছবি দেখা দিল ভারতের গুয়াহাটিতে।
যে কুয়োতে রয়েছে চিতা সেই কুয়োতেই ঝাঁপ দিলেন মানুষ। নিজে মরতে নয় বা চিতাকে মারতে নয়। চিতার প্রাণ বাঁচাতেই কুয়োয় নামলেন বিজয় গগৈ।
ঘটনাটি ঘটেছে গুয়াহাটির সোনাইগালি গ্রামের। খাবার খুঁজতে খুঁজতে একটি খোলা কুয়োতে পড়ে যায় একটি চিতাবাঘ। অনেক চেষ্টা করেও কুয়ো থেকে উপরে উঠে আসতে পারছিল না চিতাবাঘটি।
এরপরই একটি সাহসী পদক্ষেপ নেন বিজয় গগৈ। চিতাবাঘটিকে উদ্ধার করার মিশনে নিজেই নামলেন কুয়োতে। কোনও উপায় না দেখে নিজেই কাঁধে করে চিতা বাঘটিকে নিয়ে এলেন ওপরে।
প্রথমে ওই কুয়োতে নামানো হয় একটি মই। কোমরে দড়ি বেঁধে মই বেয়ে কুয়োতে নামেন বিজয়। তারপর চিতাকে দড়ি দিয়ে বেঁধে কাঁধে করে মই বেয়েই ওপরে উঠে আসেন তিনি।
চাঁদপুর টাইমস : ডিএইচ/২০১৫।
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur