Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / জেলায় দ্বিতীয় ঝুঁকিপূর্ণ হিসেবে শাহরাস্তির অবস্থান 
corona

জেলায় দ্বিতীয় ঝুঁকিপূর্ণ হিসেবে শাহরাস্তির অবস্থান 

চাঁদপুরের শাহরাস্তিতে করোনা ভাইরাসে আক্রান্ত ১২৭৬ জন, মৃত্যু ২৪ জন,ভ্যাকসিন নিয়েছে ১৩২৯৮ জন, কোভিড-১৯ সময়ে আক্রান্ত বিবেচনায় চাঁদপুর জেলায় দ্বিতীয় সর্বোচ্চ ঝুকিঁপূর্ণ হিসেবে শাহরাস্তি উপজেলা অবস্থান করছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাপ্ত তথ্য মতে, শাহরাস্তি উপজেলায় ৩ আগষ্ট পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ হাজার ২ শত ৭৬ জন, মৃত্যবরণ করেছেন ২৪ জন, টিকা নিয়েছেন ১৩ হাজার ৯ শত ৯৮ জন,স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ওয়ার্ডে ভর্তি আছেন ১৬ জন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডা: মো: নাসির উদ্দিন জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত করোনা বেড ও ভ্যাকসিন মজুদ রয়েছে। কীটের মাধ্যমে করোনা রিপোটের তথ্য অল্প সময়ের মধ্যে রোগীরা হাতে পাচ্ছেন। জনবল সংকটের কারনে আমাদের দায়িত্বরত ডাক্তার ও নার্সরা হাপিঁয়ে উঠেছেন।

এ উপজেলায় এন্টিজেনেকা কোভিশেল্ড) ২য় ডোজ সম্পন্ন করেছেন ৩ হাজার ৭ শত ৭০ জন, ১ম ডোজ দিয়েছেন ৫ হাজার ২ শত ৮ জন, চলতি সপ্তাহে ২য় ডোজের টিকা আসলে তা সম্পন্ন করা হবে। এছাড়া চলমান সিনোফার্মা (ভেরিসেল) টিকার প্রথম ডোজ টিকা পেয়েছেন ৪ হাজার ৩ শত ২০ জন ।

ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে আগ্রামী ৭ আগষ্ট থেকে (গণটিকা) টিকা ক্যাম্পেইন সম্পন্ন করতে ইতিমধ্যই সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

প্রতিবেদকঃ মো. জামাল হোসেন, ৬ আগস্ট ২০২১