অপহৃত মাদ্রাসা ছাত্রীকে উদ্ধারে সংবাদ সম্মেলন

কুমিল্লায় অপহৃত মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে তার পরিবার।

বুধবার (৯ নভেম্বর) সকালে কুমিল্লা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন শেষে প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচী পালন করেন অপহৃত কিশোরীর পরিবারের সদস্য ও স্বজনরা।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন অপহৃত কিশোরী মরিয়ম আক্তারের বাবা আবদুল জলিল।

বক্তব্যে কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার গ্রামের আবদুল জলিল বলেন, তার কিশোরী মেয়ে মরিয়ম আক্তার পাশের বদরপুর গ্রামের ফাজিল মাদ্রাসার একাদশ শ্রেণিতে পাড়াশোনা করে। গত ২২ অক্টোবর মরিয়ম মাদ্রাসায় যাবার পথে মাইজখার গ্রামের মাওলানা আবুল হাসেমের ছেলে মাসুম বিল্লাহ তার সাঙ্গপাঙ্গ নিয়ে তাকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। ওই দিন বিকেলে সে ফোন করে মরিয়মকে অপহরণের কথা জানায় মাসুম। বাড়াবাড়ি করলে হত্যারও হুমকি দেয় সে।

মরিয়মের বাবা আবদুল জলিল আরো জানান, এব্যাপারে তারা চান্দিনা থানায় অভিযোগ করেও কোন সুফল পায়নি। তিনি তার মেয়েকে উদ্ধার ও অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনারও দাবি জানান।

কুমিল্লা করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ২:০০ এএম, ১০ নভেম্বর ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ

Share