ঝিনাইদহ সদর উপজেলার লাউদিয়া গ্রাম থেকে রোববার ভোরে ১০টি গরু চুরি হয়েছে। চুরি হওয়া গরুগুলোর মূল্য আনুমানিক ৮ লাখ টাকা হবে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
স্থানীয় ইউনিয়নের কাউন্সিলর সাইফুল ইসলাম টুকুল খবরের সত্যতা নিশ্চিত করে চাঁদপুর টাইমসকে জানান, রোববার ভোর রাতে একদল চোর ট্রাক নিয়ে গ্রামে প্রবেশ করে। তারা লাউদিয়া গ্রামের জামালের ৩টি, মোশাররফের ৪টি ও আনোয়ারুলের ৩টি গরু চুরি করে ট্রাকে তুলে পলিয়ে যায়।
গ্রামবাসী জানায়, গরু চুরির সময় জামালের স্ত্রী টের পেয়ে ওঠার চেষ্টা করে। কিন্তু‘ চোরেরা মহিলার মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি দেয়। এক পর্যায়ে ১০টি গরু চুরি করে নির্বঘেœ পালিয়ে যায় সশস্ত্র চোরের।
এদিকে হতদরিদ্র গরু পালকরা গরু হারিয়ে পথে বসেছে।
গরুর মালিক মোশাররফ হোসেন চাঁদপুর টাইমসকে জানান, প্রতিটি গরুর মুল্য ৭০/৮০ হাজার টাকা করে হবে।
এ ব্যপারে ঝিনাইদহ সদর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক রাশেদুুজ্জামান চাঁদপুর টাইমসকে জানান, গরু চুরির কথা তাদের জানা নেই। কেউ অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
|| আপডেট: ০৯:১৪ অপরাহ্ন, ২৮ ফেব্রুয়ারি ২০১৬, রোববার
এমআরআর