ঝিনাইদহে শিশুরা খাচ্ছে দুধের পরিবর্তে সয়াবিন তেল

‎Wednesday, ‎08 ‎April, ‎2015  10:49:52 PM

জাহিদুর রহমান তারেক :
ডাক্তাররা নির্দেশ দেয় যে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ট হওয়া শিশুকে বুকের দুধ খাওয়াতে হবে। কিন্তু যখন মায়ের বুকে দুধ থাকে না তখন ছুটে যায় বাজারের বিভিন্ন কোম্পানীর গুড়ো দুধ কেনার জন্য। আসলে আমরা কি দুধ কিনছি না সোয়াবিন তেল কিনছি?

এরকমই একটি নকল দুধের কারখানার সন্ধান মেলে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানাধীন এলাকাতে।

সংবাদ নিয়ে জানা যায় কারখানাটির মালিক শ্রী বিকাশ ঘোষ। তিনি প্রতিনিয়ত গ্রাম থেকে দুধ সংগ্রহ করে, সেই দুধ থেকে মেশিন দ্বারা দুধের ক্রীম বের করে তাতে সোয়াবিন তেল ও অন্যান্য উপকরণ দিয়ে ওজন বৃদ্ধি করে এবং ক্রীমগুলো ড্রামে করে বিভিন্ন দুধ কোম্পানীতে সরবরাহ করে।

তাহলে কি আমরা ভেবে দেখছি আমাদের শিশুকে আমরা দুধের পরিবর্তে কী খাওয়াচ্ছি?

চাঁদপুর টাইমস : এমআরআর/জেআরটি/২০১৫

Share