Thursday, April 09, 2015 09:02:05 PM
জাহিদুর রহমান তারিক :
ঝিনাইদহে রেডিও সাংবাদিকতা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রেডিও সাংবাদিকতার মাধ্যমে তরুণ-যুবকদের আর্থ সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে ঝিনাইদহের কমিউনিটি রেডিও ঝিনুক (৯৯.২ এফএম) বুধ ও বৃহস্পতিবার এ প্রশিক্ষণের আয়োজন করে।
ফ্রি প্রেস আনলিমিটেড এবং ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহযোগিতায়, বিএনএনআরসি ও সৃজনী বাংলাদেশের সহযোগীতায় রেডিও ঝিনুকের করফারেন্স রুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ দেন স্থানীয় দৈনিক বীরদর্পণের ভারপ্রাপ্ত সম্পাদক এম রায়হান ও সময় টিভির জেলা প্রতিনিধি শাহনেওয়াজ খান সুমন। প্রশিক্ষণে রেডিও ঝিনুকের সম্ভাবনাময় ১৮ জন কমিউনিটি ব্রডকাস্টার অংশ নেন।
বুধবার সকালে প্রশিক্ষণের উদ্বোধন করেন সৃজনী বাংলাদেশের সিনিয়র সহকারী পরিচালক দীপক চক্রবর্তী। এসময় উপস্থিত ছিলেন সৃজনী বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তা ওহিদুল ইসলাম, রেডিও ঝিনুকের ষ্টেশন ম্যানেজার পারভীন নাহার, সাউন্ড এডিটর মোহাম্মদ রাসেল, অনুষ্ঠান প্রযোজন মাসুদুজ্জামান ও কর্মশালার সমন্বয়কারী আরিফুজ্জামান। এতে রেডিও সাংবাদিকতা, সংবাদ সংগ্রহ ও উপস্থাপনা, প্রযোজনা, সাক্ষাতকার গ্রহণ, স্ক্রিপ্ট লেখা, ফিচার, নারী-শিশু বিষয়ক প্রতিবেদন তৈরিসহ সাংবাদিকতার বিভিন্ন কলাকৌশল নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
চাঁদপুর টাইমস : এমআরআর/জেআরটি/২০১৫