হাজীগঞ্জ

হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ৪ বসতঘর পুড়ে ছাই

চাঁদপুরের হাজীগঞ্জ পৌর এলাকার মনিবাগ এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে ৪ বসতঘর পুড়ে ছাই হয়েগেছে। সোমাবার (২৭ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৯টায় পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড মনিবাগ বেপারী বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

পুড়ে যাওয়া ঘরগুলোর মালিক হচ্ছেন: মো. বাহার বেপারী, তার ছেলে ফয়েজ বেপারী, সোহেল বেপারী ও একই বাড়ীর বাসিন্দা মো. ইসমাইল হোসেন। ক্ষতিগ্রস্থ বাহার বেপারী জানান, সন্ধ্যায় বাড়ীর পুরুষ লোকজন সবাই বাজারে ব্যবসায়ীক কাজে ছিলেন।

পরিবারের অন্যান্য সদস্যরাও ঘরে ছিলেন না। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে।

হাজীগঞ্জ পৌর এলাকার ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বরত লিডার ছিদ্দিকুর রহমান চাঁদপুর টাইমসকে জানান, ‘ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক তাদের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌছে। প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো নির্নয় করা সম্ভব হয়নি।’

স্টাফ করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ সময় ০৩: ০০ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৭, মঙ্গলবার
ডিএইচ

Share