Saturday, April 04, 2015 07:46:33 PM
জাহিদুর রহমান তারিক :
ঝিনাইদহ সদর উপজেলার পাগলা কানাই ইউনিয়নের বিভিন্ন দল থেকে প্রায় তিন শতাধিক নেতাকর্মী আওয়ামী যুবলীগে যোগদান করেছে। যোগদান উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে সদর উপজেলা যুবলীগের আহবায়ক নুর-এ-আলম বিপ্লবের হাতে ফুলের তোড়া দিয়ে তারা যোগদান করেন।
যোগদানকৃতদের মধ্যে পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মুকুলুর রহমানসহ কর্মীরা উপস্থিত ছিলেন।
যোগদান অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু সাইদ বিশ্বাস, যুবলীগ নেতা এনামুল হক এনাম, সুলতান, আলী আকবর, জাকির হোসেন, কৃষকলীগ নেতা আশরাফুল আলম সংগ্রাম, জহির মেম্বর, ইমরান হোসেন, পলাশ প্রমুখ।
যোগদান অনুষ্ঠানে নুর এ আলম বিপ্লব বলেন, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপি সহবিভিন্ন রাজনৈতিক দল থেকে যুবদলের তিন শতাধিক নেতাকর্মী যুবলীগে যোগদান করেছে। এদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত আরও শক্তিশালী করতে পারবো। বিএনপি-জামায়াতের নৈরাজ্য’র প্রতিবাদে আমরা সব সময় রাস্তায় আছি, থাকবো।
চাঁদপুর টাইমস : এমআরআর/জেআরটি/2015
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur