বাবা-মা’র ঝগড়া থামাতে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

বাবা-মায়ের ঝগড়া থামাতে ব্যর্থ হয়ে রোববার দুপুরে বিষপানে স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। সে চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর গ্রামের তোফাজ্জেল হোসেনের মেয়ে দশম শ্রেণির ছাত্রী আফরোজা খাতুন (১৫)।

বাবার অভাব অনটনের কারণে সদর উপজেলার গোবিন্দপুর গ্রামে নানা বাড়ি থেকে পড়ালেখা করতো।

চুয়াডাঙ্গার সিন্দুরিয়া পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা কাজী বায়োজিদ চাঁদপুর টাইমসকে জানান, রোববার সকালে আফরোজা বাবা মা সাংসারিক বিষয়াদি নিয়ে ঝগড়ায় লিপ্ত হয়। মেয়ে উভয়কে থামানোর চেষ্টা করে ব্যার্থ হয়। এ নিয়ে অভিমান সে বিষপান করে। তাকে উদ্ধার করে নিকটস্থ বদরগঞ্জ বাজারের পল্লী চিকিৎসক ডাঃ শাহজাহানের কাছে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। কোন অভিযোগ না থাকায় পুলিশের পক্ষ থেকে লাশ ময়না তদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

এদিকে স্কুলের মেধাবী ছাত্রী আফরোজার মৃত্যুতে বংকিরা স্কুলে শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে আফরোজার সহপাঠী ও শিক্ষকরা তৎক্ষনাৎ ছুটে যান কুতুবপুর গ্রামে।

About The Author

জাহিদুর রহমান তারেক, ঝিনাইদহ করেসপন্ডেন্ট

 : আপডেট ৭:২০ পিএম, ১৭ এপ্রিল  ২০১৬, রোববার

ডিএইচ

Share