চাঁদপুর

‘শিক্ষা প্রতিষ্ঠানে বাল্য বিবাহমুক্ত শপথ করাতে হবে’

চাঁদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ শাহাদাৎ হোসেন বলেছেন, ‘আগামি ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হবে। দিবসটি উপলক্ষে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বাল্য বিবাহমুক্ত শপথ বাক্য পাঠ করাতে হবে।’
সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো জানান, ‘দিবসটিকে ঘিরে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মানব বন্ধন করা হবে। মানব বন্ধনটি শহরের ইলিশ চত্ত্বরে অনুষ্ঠিত হবে। এ বছর ৮ মার্চ নারী দিবসে র‌্যালি, আলোচনা সভাসহ নানা আয়োজন করা হবে। ওই দিন সকাল ৯ টায় শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে র‌্যালি উপলক্ষে মিলিত হবে। র‌্যালি শেষে সরকারি মহিলা কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।’
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মহিউদ্দিন আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাসুদ হোসেন, চাঁদপুর প্রেস ক্লাব সাবেক সভাপতি বি এম হান্নান, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শামছুজ্জামান, জেলা তথ্য অফিসার মোঃ নূরুল হক,পল্লী উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জুয়েল আহমেদ প্রমুখ।

এ সময় জেলা প্রশাসন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক- আনোয়ারুল হক
: আপডেট, বাংলাদেশ সময় ০২: ০০ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৭, মঙ্গলবার
ডিএইচ

Share