চাঁদপুরের হাইমচরে ইলিশ সম্পদ জাটকা রক্ষা অভিযানে ১৬ জেলেকে আটক শেষে জরিমানা করা হয়েছে। ১৯ এপ্রিল সোমবার রাতে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
এসময় ২টি মাছ ধরার নৌকা, ২০ হাজার মিটার জালসহ ২০০ কেজি ঝাটকা জব্দ করা হয়।
ওইদিন রাতেই উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৬ জেলের প্রত্যেকে ৫ হাজার টাকা করে জরিমানা করেন।
অভিযান পরিচালনায় ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিগ্যান চাকমা, উপজেলা মৎস্য অফিসার মিজানুর রহমান, কোস্টগার্ড পেটি অফিসার প্রমুখ।
প্রতিবেদক : বিএম ইসমাইল, ২০ এপ্রিল ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur