চাঁদপুরে মুভ ব্রাশের (ফ্লোর পরিস্কার করার ঝাড়ু) মাথায় জাতীয় পতাকা লাগানোর অপরাধে এক ব্যবসা প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুর শহরের কুমিল্লা রোডের লতা-পাতা ফ্যাশনকে এ জরিমানা প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিষেক দাস।
জানা যায়, বাংলাদেশ পতাকা বিধিমালা ১৯৭২ সংশোধিত বিধি মোতাবেক জাতীয় পতাকা অবমাননা করায় প্রতিষ্ঠানটি কে জরিমানা করা হয়।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিষেক দাস জানায়, ‘জাতীয় পতাকা কে অবমাননাকারী কাউকে ছাড় দেওয়া হবে না। জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এছাড়া শহরের কালিবাড়ি মোড়, হকার্স মার্কেট, নতুন বাজার, ছায়াবানি রোডসহ বিভিন্ন স্থানে জাতীয় পতাকা নিয়ম অনুযায়ী সঠিকভাবে লাগানো হয়েছে কি না তাও পরিদর্শন করে ভ্রাম্যমান আদালত।’
এ সময় চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শরীফ চৌধুরী, সাবেক সভাপতি বিএম হান্নানসহ মডেল থানা পুলিশ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
: আপডেট, বাংলাদেশ সময় ৭: ৩০ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৭, মঙ্গলবার
ডিএইচ