আগামীকাল শনিবার সকাল ১০টায় শুরু হবে ঢাকা টেস্ট। পাকিস্তানের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ দল। মিরপুর শেরেবাংলায় অভিষেক হতে পারে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী তারকা মাহমুদুল হাসান জয়ের।
চট্টগ্রামে প্রথম টেস্টে টপ অর্ডার চরম ব্যর্থ। দুই ইনিংস মিলে প্রথম চার ব্যাটসম্যান তুলেছেন মাত্র ৬৭ রান। তাই ঢাকা টেস্টের আগে টপ অর্ডারে পরিবর্তন চায় টিম ম্যানেজমেন্ট।
ঢাকা টেস্টে ইনজুরি কাটিয়ে ফিরেছেন সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। এই টেস্টে অসুস্থতার কারণে খেলতে পারবেন না সাইফ হাসান। তার পরিবর্তে অভিষেক হতে পারে মাহমুদুল হাসান জয়ের।
আরও পড়ুন… প্রথম দিনেই নজর কাড়লেন ফরিদগঞ্জের জয়
তার অভিষেকের ইঙ্গিত দিয়ে অধিনায়ক মুমিনুল হক সৌরভ বলেন, আমার মনে হয় উদ্বোধনী জুটির সমন্বয় ডান-বাম হতে পারে। হয়তো দুজন বাঁহাতিও হতে পারে। আসলে ডান-বাম হওয়ার সম্ভাবনাই বেশি। আর মিরপুরের উইকেট আপনি, আমি, আমরা সবাই জানি। আমার মনে হয় না অস্ট্রেলিয়ার মতো হবে।
প্রসঙ্গত, ২০০০ সালের ১৩ নভেম্বর চাঁদপুরের ফরিদগঞ্জে জন্ম নেয়া মাহমুদুলের ক্রিকেটের প্রতি ভালোবাসা দেখে বাবা ব্যাংকার আবুল বারেক তাকে ক্লেমন ক্রিকেট একাডেমিতে ভর্তি করান। চাঁদপুরের এই একাডেমিতে দুই বছর প্রশিক্ষণ শেষে ২০১৪ সালে বিকেএসপিতে ভর্তি হন মাহমুদুল। ছেলেকে নিজের মতো ব্যাংকার বানানোর স্বপ্ন ছেড়ে বাবা আবুল বারেকও সব ধরনের সমর্থন দিতে থাকেন। এরপর কেবল এগিয়ে যাওয়ার গল্পই লিখেছেন মাহমুদুল।
টেস্ট দলে ডাক পেয়ে উচ্ছ্বাসের শেষ নেই জয়ের, ‘আসলে এই অনুভূতিটা প্রকাশ করার মতো না। সবারই স্বপ্ন থাকে টেস্ট স্কোয়াডে চান্স পাওয়ার। আমি প্রথমবারের মতো টেস্ট দলে সুযোগ পেয়েছি। আমি অনেক খুশি। কিভাবে কী করবো, সেটি নিয়ে আলাদা কোন পরিকল্পনা নেই। সুযোগ পেলে আমি আমার স্বাভাবিক ব্যাটিংয়ের চেষ্টা করবো।’
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur