জসিম উদ্দীন তার সাংবাদিকতার লিখনি দিয়ে মানুষের স্বার্থে সেবা মূলক কাজ শুরু করার পাশাপাশি জসিম উদ্দিন মিজি টানা দু’বার ইউপি মেম্বার নির্বাচিত হয়েছিলেন। এবারও মেম্বার পদে ফুটবল মার্কা নিয়ে তার গ্রামের বাড়ি ২নং বালিথুবা পূর্ব ইউনিয়নের ৫ নং ওয়ার্ড থেকে মেম্বার পদে নির্বাচন করছেন।
এবারও তার ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনে জয়লাভ করে হ্যাটট্রিক করবেন বলে জসিম উদ্দীনের দৃড় বিশ্বাস রয়েছে। জসিম উদ্দীন মিঝির (ফুটবল) নের্তৃত্বে তার নির্বাচনী ওয়ার্ডে একটি বিশাল মিছিল প্রদক্ষিন করতে দেখা গেছে।
এক আলাপে সাংবাদিক জসিম উদ্দীন মিঝি বলেন, আমি মানুষের কল্যানে সব সময়ই কাজ করে আসছি। যে কারনে আমার ওয়ার্ডের সম্মানীত ভোটারগন বিগত দুটি ইউপি নির্বাচনের মতো এবারো আমাকে মেম্বার নির্বাচিত করবে। তিনি আরো বলেন, নিজের স্বার্থ না দেখে আমি সবসময় মানুষের স্বার্থ ছাড়া কোন কাজ করি না।
সাংবাদিকতা পেশা হিসেবে সমাজ ও মানুষের কল্যানে লিখনী দিয়ে সাংবাদিক সাদাকে সাদা আর কালোকে কালো বলা এই জসিম উদ্দীন সব সময়ই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ করে থাকেন।
প্রতিবেদক: শিমুল হাছান,৩ জানুয়ারি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur