‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’র দ্বিতীয় কিস্তি মুক্তির আগে ঘোষণা এসেছে তৃতীয় কিস্তির। এর মাধ্যমে ঢালিউড সিনেমার সিক্যুয়ালে হ্যাট্রিক করতে যাচ্ছেন জয়া আহসান।
‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ২’র অডিও অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এফডিসিতে সোমবার বিষয়টি জানিয়েছেন নির্মাতা সাফি উদ্দিন সাফি। তিনি জানান, খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি আমরা তৃতীয় কিস্তি বানাচ্ছি। এতে নায়িকা থাকছেন জয়া আহসান।
প্রথম দুই পর্বে জয়ার বিপরীতে শাকিব খানকে দেখা গেলেও তৃতীয় পর্বে চমক থাকবে বলে তিনি জানালেন।
‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ মুক্তি পায় ২০১৪ সালে। সিনেমাটিতে আরও অভিনয় করেন আরিফিন শুভ। ওই সিনেমার সাফল্যের রেশ ধরে ৮ এপ্রিল মুক্তি পাচ্ছে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ২’। এতে শাকিব-জয়া ছাড়াও দেখা যাবে ইমন ও মৌসুমী হামিদকে।
প্রেম কাহিনী ২ আবর্তিত হয়েছে ক্রিকেটার ও মডেল তারকার প্রেম নিয়ে। তবে তৃতীয় পর্বে নতুনত্ব থাকবে বলে জানান সাফি।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur