আজ ১৬১তম রবীন্দ্রজয়ন্তী

আজ পঁচিশে বৈশাখ, ৮ মে রোববার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জয়ন্তী। ১২৬৮ বঙ্গাব্দের এ দিনে কালজয়ী কবি পৃথিবীতে আগমন ঘটে।

ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগ থেকে বিংশ শতাব্দীর প্রায় অর্ধেক সময় ধরে এ সুদীর্ঘ সময়ে তিনি অসংখ্য কবিতা,উপন্যাস, প্রবন্ধ,ভ্রমণ কাহিনী, নাটক,সংগীত এবং চিত্রকলা সৃষ্টি করে বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্ব সাহিত্যের দরবারে এক সুউচ্চ আসনে অধিষ্ঠিত করেছেন।

রবীন্দ্রনাথ শুধু একটি নাম নয়,অনন্য প্রতিষ্ঠান। রবীন্দ্রনাথ ঘুমন্ত বাঙালিকে জাগিয়ে তুলতে তাদের মধ্যে সঞ্চারিত করেছিলেন আত্মোপলব্ধি ও স্বাধীনতার চেতনাবোধ। তাঁর বিশালতা ও ব্যাপ্তি মহাসমুদ্রের মতোই।

ব্যক্তি,পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনের এমন কোনো ক্ষেত্র নেই,যেখানে তিনি সাহিত্যের আলোকসম্পাত করেননি।

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ মে ২০২২
এজি

Share