Home / জাতীয় / ট্রাম্পকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন
ট্রাম্পকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

ট্রাম্পকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

রাষ্ট্রপতি আবদুল হামিদ প্রেসিডেন্সিয়াল নির্বাচনে বিজয়ী হয়ে যুক্তরাষ্ট্রের ৪৫ তম প্রেসিডেন্টনির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন।

বুধবার (৯ নবেম্বর )এক বার্তায় রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র শান্তি ও অগ্রগতির পথে আরো এগিয়ে যাবে। তিনি আশা প্রকাশ করেন, ডোনাল্ড ট্রাম্পের সময় বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরো সম্প্রসারিত হবে।

এদিকে য্ক্তুরাষ্ট্রের ৪৫ তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (৯ নভেম্বর)এক বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানান তিনি।

বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। আমি বিশ্বাস করি আপনার নেতৃত্বে আমাদের দ্বিপাক্ষিক সম্পকর্ আরো জোরদার হবে।

ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে বাংলাদেশের আসার আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী। বিবৃতিতে ট্রাম্প ও তার পরিবারের দীর্ঘায়ু কামনা করেন।

নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ২:০০ এএম, ১০ নভেম্বর ২০১৬, বৃহস্পতিবার
এজি/ডিএইচ

Leave a Reply