চাঁদপুর টাইমস ডট কম :
অতীতের মতো এবারও জোটের অন্যতম শরিক জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায় নিয়ে কোনো মন্তব্য নেই বিএনপির।
জোটের অন্যতম শরীক হবার দরুন দুঃসময়ে বিএনপির মনস্তাত্ত্বিক সাপোর্ট প্রত্যাশা করলেও বরাবরের মত নিশ্চুপ বিএনপি।
সর্বশেষ সোমবার জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসির রায় বহাল রাখার ঘোষণার পর সেই দূরত্ব আরও বেড়ে যাবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
সোমবার সকালে কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে ফাঁসি বহাল রাখার পর প্রতিক্রিয়া জানতে বিএনপির তিনজন শীর্ষ নেতার ব্যক্তিগত মোবাইলে ফোন করলেও তাদের পাওয়া যায়নি।
এর আগেও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতের একাধিক নেতার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেয়া হলেও বিএনপির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
যদিও স্থায়ী কমিটির কেউ কেউ ব্যক্তিগতভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের মান নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন।
তবে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে ফাঁসির রায়ের পর আনুষ্ঠানিকভাবে এর প্রতিক্রিয়া জানিয়ে ছিল দলটি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমানকে বেলা সাড়ে ১২টার দিকে ফোন করলে তিনি বলেন, “মিটিংয়ে আছি, পরে কথা বলবো।”
চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫