রাজধানীর বনানীতে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ নিহতের ঘটনা মানতে পারছেন না স্বজন ও এলাকাবাসী। ছেলেকে হারিয়ে পাগলপ্রায় মা বারবার মুর্ছা যাচ্ছেন। জ্ঞান ফিরলেই বিলাপ করতে করতে বলছেন, ‘আমার পুতেরে আইনা দাও। আমি একটাবার পুতের মুহেত্তে মা ডাক হুনবার চাই।
ছেলে হত্যার খবরে কুয়েত থেকে দেশে ফিরেছেন বাবা জসিম উদ্দিন। বাবা-মার কান্না দেখে চোখের পানি ধরে রাখতে পারছেন না স্থানীয়রা। পারভেজের বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনীয়া ইউনিয়নের কাইচান গ্রামে। তিনি প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।
তুচ্ছ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সামনে শনিবার বিকেলে একদল যুবক তাকে ছুরিকাঘাত করে হত্যা করে। রোববার বিকেল সাড়ে ৫টায় গ্রামের বাড়িতে মরদেহ পৌঁছায়। এ সময় স্বজনদের আর্তনাদে ভারী হয়ে ওঠে পরিবেশ।
সন্ধ্যায় তাদের বাড়িতে গিয়ে দেখা যায়, পারভেজের নিথর দেহের পাশে কাঁদছেন স্বজন ও গ্রামবাসী।
আহাজারি করতে করতে জসিম বলেন, ‘তুচ্ছ একটি ঘটনায় ওরা আমার ছেলেকে হত্যা করল কেন? ওরা আমার ছেলের একটি হাত নয়তো একটি পা ভেঙে দিত। সে অন্তত আমাকে বাবা বলে ডাকতে পারত। আমি ছেলের মুখে অন্তত বাবা ডাক শুনতে পরতাম।’
তিনি বলেন, ‘আমার পুতেই যদি না থাহে, আমি বাইচ্চা থাইক্কা লাভ কী? যারা আমার পুতেরে মারছে তাদের ফাঁসি চাই।’
পারভেজ ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
রবিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে তার মরদেহ নেওয়া হয় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। সেখানে প্রথম জানাজা হয়। পরে রাত ১০টার দিকে গ্রামে তার লাশ দাফন করা হয়।
জানা গেছে, গত শনিবার বিকেল ৪টার পর বনানীতে বিশ্ববিদ্যালয়টির ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে মেয়েদের উত্ত্যক্ত করা নিয়ে সংঘর্ষ বাধে। এ সময় ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের ছুরিকাঘাতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী পারভেজ নিহত হন। এ ঘটনায় শনিবার রাতে একটি হত্যা মামলা করেন নিহত পারভেজের ভাই হুমায়ুন কবির। মামলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বহিরাগত আটজনের নাম উল্লেখ করা হয়েছে। তাঁরা হলেন—মাহাথি, মেহেরাব, আবুজর গিফারী, সোহান তুষার নেয়াজ, হৃদয় মিয়াজী, রিফাত, আলী ও ফাহিম। (সূত্র- কালের কন্ঠ)
চাঁদপুর টাইমস ডেস্ক/ ২১ এপ্রিল ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur