চাঁদপুর

জোয়ার এলে চাঁদপুর শহরের সড়কগুলোতে হাঁটু পানি (ভিডিও)

চাঁদপুর পৌর এলাকার বিভিন্ন সড়কে জোয়ার এলে হাঁটু পানি উঠায় চলাচলে সমস্যা সৃষ্টিসহ নানা অভিযোগের কথা বললেন স্থানীয়রা।

মঙ্গলবার (২ আগস্ট) বিভিন্ন সড়কের কয়েকজনের সাথে আলাপকালে হঠাৎ করে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় তাদের মনে বন্যা ও বিভিন্ন আতঙ্ক বিরাজ করছে।

বঙ্গবন্ধু সড়কের তাজুল ইসলাম, নাজির পাড়ার আফজাল হোসেন, মেথা রোডের ব্যবসায়ী খোকন, ট্রাক রোড এলাকার হাবিব, রহমতপুর আবাসিক এলাকার মোঃ জনি, পালপাড়ার লিটনসহ কয়েকজন জানায়, ‘বন্যার পানি বৃদ্ধি পাবে এটা স্বাভাবিক। কিন্তুু পাড়া-মহল্লার যে সকল ড্রেন রয়েছে। সে গুলো দিয়েই জোয়ারের পানি সড়ক গুলোতে উঠেছে। পাড়া-মহল্লার ড্রেন গুলো বর্ষার মৌসুম আসার আগে থেকেই পানি নেমে যাওয়ার মুখ গুলো কিছু অসাধু লোকজন দখল করে রেখেছে।’

সামান্য বৃষ্টি হলেই অনেক এলাকায় পানি জমে থাকে। এ সমস্যাগুলো অতি শিঘ্রই সমাধান না করলে পৌরবাসী আরোও কঠিন সমস্যার সম্মুখীন হবে বলেও জানান এসব এলাকার বাসিন্দারা।

তারা আরোও জানায়, শহরের রাস্তাগুলো যন্ত্র দানব ট্রাক্টরের কারণে নষ্ট হয়ে গেছে। গত কয়েকদিন আগে বিভিন্ন স্থানে পৌরসভার পক্ষ থেকে সড়কে সৃষ্টি গর্ত গুলোতে কংক্রিট ফেলে সাময়িক সংস্কার করেছে।

সড়কে পানি উঠার কারণে যানবাহন চলাচলের ফলে কংক্রিটগুলো সড়ে যায়। এতে করে পথচারীদের চলাচলে নানা সমস্যা সৃষ্টি হচ্ছে।

এছাড়া জোয়ারের সময় কয়েকটি সড়কে উৎসুক অনেককে জাল নিয়ে মাছ ধরতে দেখা গেছে।

ভিডিওতে দেখুন….

About The Author

প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
Share