হাইমচরে জোয়ারের পানিতে পানিবন্ধী সহস্রাধিক পরিবার

চাঁদপুরের হাইমচর উপজেলার বেড়িবাঁধের বাহিরে নিম্নাঞ্চল এলাকায় মেঘনা নদীর জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় প্লাবিত কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। সোমবার থেকে মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) উপজেলার নয়ানি ও কাটাখালিসহ বেশ কিছু গ্রামে অস্বাভাবিক জোয়ারের পানিতে সহাস্রাধিক পরিবার পানিবন্ধী হয়ে পড়েছে।

এতে করে পানের বোরজ, মৎস্য খামার ও রোপা আমন ক্ষতিগ্রস্ত হয়েছে। উত্তরাঞ্চল থেকে বন্যার পানি চাপের কাররে মূলত জোয়ারের পানি বৃদ্ধি পায় বলে জানায়িছেন স্থানীয়রা। তাদের মতে, এখন মনি আমবস্যা চলছে। যার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

নয়ানি গ্রামের ইমরান মাহমুদ চাঁদপুর টাইমসকে বলেন, বেড়ি বাধের বাহিরে মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) দুপুর থেকে পানি বৃদ্ধি পায়। বিকেলে পানি বাড়তে থাকে। এরপর রাতে আবার পানি কমতে থাকে।এ সময় পানের বোরজ, রোপা আমন, বসত বাড়ী ও মৎস্য খামার তলিয়ে যায়। অনেকে মাছের খামারের মাছ চলেগেছে।চাঁদপুর হাইমচর উপজেলার কাটাখালি দুই আলগী বাজার সড়কে ২০০৯ সালে ডাক্তার দীপু মনি এমপি পরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর এই রাস্তাটি তিনি ব্যবহার করেছেন। গত বছর এ রাস্তাটি দিয়ে এভাবে জোয়ারের পানি ঢুকায় রাস্তাটি নষ্ট হয়ে যায়।জনগণের দাবি এ রাস্তাটি মেরামত করা হয় তাহলে আর কোন পানি ঢুকবে না।

হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.মিজানুর রহমান চাঁদপুর টাইমসকে বলেন, অস্বাভাবিক জোয়ারের পানি বৃদ্ধি পাচ্ছে। যারন নিম্নাঞ্চল এলাকার মৎস্যচাষী রয়েছেন, তাদের অবশ্যই সতর্ক থাকতে হবে।

হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চাই থোয়াইহলা চৌধুরী চাঁদপুর টাইমসকে বলেন, ইতোমধ্যে পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্টদের সাথে আমার কথা হয়েছে।বেড়িবাঁধের সংরক্ষণ এলাকা তাদের নজরদারিতে রয়েছে। আর বেড়ি বাঁধের বাহিরের অংশের বাসিন্দাদের আগ থেকেই বলা আছে যাতে করে তারা তাদের মৎস্য খামার উঁচু করে সংরক্ষণ করেন।

প্রতিবেদক: শরীফুল ইসলাম, ৮ সেপ্টেম্বর ২০২১

Share