Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় জোরপূর্বক গাছ রোপনের অভিযোগ
জোরপূর্বক

কচুয়ায় জোরপূর্বক গাছ রোপনের অভিযোগ

চাঁদপুরের কচুয়ায় সাজিরপাড় গ্রামে রাস্তা সংলগ্ন নতুন বাড়িতে অন্যের জায়গায় দখল চেষ্টা করে জোরপূর্বক ভাবে বিভিন্ন জাতের গাছের চারা রোপনের অভিযোগ উঠেছে। ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে লিয়াকত আলী ও তার স্ত্রী আপন বেগম গংদের বিরুদ্ধে একই বাড়ির জহিরুল ইসলাম ও তার স্ত্রী আমেনা বেগমের ক্রয়কৃত জায়গায় গাছের চারা রোপন করার অভিযোগ উঠেছে।

সাজিরপাড় গ্রামের জহিরুল ইসলাম জানান, বেশ কয়েক বছর পূর্বে বুধুন্ডা মৌজার সাজিরপাড় গ্রামে বুধুন্ডা গ্রামের মমতাজ উদ্দিন,অজুফা বেগম ও মালতি বেগম গংদের কাছ থেকে আমরা ৫ ভাই ১৫ শতাংশ জমি ক্রয় করি। পরবর্তীতে ওই ১৫ শতাংশের মধ্যে আমার অপর বড় ভাই আলী আর্শ্বাদ ও ভাই আবুল কালামের স্ত্রী শিরিনা বেগমের কাছ থেকে ৬ শতাংশ জমি ক্রয় করে শান্তিপূর্ন ভাবে ভোগদখল করে আসছি।

কিন্তু বুধবার দুপুরে হঠাৎ করে আমার ভাই লিয়াকত আলী ও তার স্ত্রী আপন বেগম জোরপূর্বক বিভিন্ন জাতের গাছের রোপন করে ওই জায়গা নিজের দাবি করছে।

তিনি আরো জানান, এর কয়েক দিন আগে প্রতিপক্ষরা আমার উপর এবং আমার ছেলেকে হত্যার চেষ্টা চালিয়ে মারধর করে গুরুতর আহত করে।

জহিরুল ইসলাম ও তার স্ত্রী আমেনা বেগম আরো জানান, প্রতিপক্ষ লিয়াকত আলী আমাদের মারধর করে ক্ষ্যান্ত নয়। বিজ্ঞ আদালতে আমাদের বিরুদ্ধে বিভিন্ন হামলা-মামলা দিয়ে আমার নিরীহ পরিবারকে হয়রানি করছে। আমরা জায়গা ফেরত ও আমার পরিবারকে মারধরের ন্যায় বিচার পেতে প্রশাসনসহ এলাকাবাসীর সহযোগিতা কামনা করছি।

কচুয়া প্রতিনিধি,২৭ মে ২০২১