প্রধান উপদেষ্টার বৈঠকে ডাক পেল বাম জোট

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন সিপিবিসহ বাম গণতান্ত্রিক জোটের নেতারা। আগামি শনিবার এ বৈঠকের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। ৩ অক্টোবর বৃহস্পতিবার সকালে অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সের সঙ্গে কথা বলে বৈঠকের কথা জানান।

রুহিন হোসেন প্রিন্স জানান,অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ৫ অক্টোবর শনিবার বিকেল ৪টায় বৈঠকের আমন্ত্রণ জানানো হয়েছে।

উল্লেখ্য,দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামি শনিবার থেকে বৈঠকে বসবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস। এর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দু’ দফায় আলোচনা করেন তিনি। বুধবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক বিফ্রিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোকে আলোচনায় অংশ নেয়ার জন্য দাওয়াত দেয়া হবে।

চাঁদপুর টাইমস রিপোর্ট
অক্টোবর ৩ , ২০২৪
এজি

Share