‘জোট-মহাজোটের বাইরে ইসলামের একক শক্তি হাতপাখা’

ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর বলেছেন, ২৪`র গণঅভ্যুত্থানের পর জনপ্রতাশা ছিলো ইসলামের পক্ষে একটি বাক্স হোক। জনতার প্রত্যাশা পূরণে অনেক দূরও একসাথে পথচলা শুরু হয়েছিলো। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ইসলামকে মাইনাস করে প্রচলিত আইন দিয়ে দেশ পরিচালনার ঘোষণা দিয়ে সে পথচলার পথে কাটা বিছিয়ে দিয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ ইসলামপ্রিয় দেশপ্রেমিক জনতার সাথে কমিটেড। আমরা জনতার সাথে ধোঁকাবাজি করতে পারি না। আমরা ইসলামকে বাদ দিয়ে চলার চিন্তা করাও শেখেনি। ইসলামী আন্দোলন বাংলাদেশ অনুকুল-প্রতিকূল পরিবেশ মাড়িয়ে দীর্ঘ ৩৮ বছরের পথচলায় রাজনৈতিক ভুল সিদ্ধান্ত নেয়নি। এবারও তার ব্যাতিক্রম নয়। আমরা সাধারণ ৩০-৪০টি আসনের জন্য দেশপ্রেমিক ও ইসলামী জনগোষ্ঠীর সাথে প্রতারণা করতে পারি না। পারি না আদর্শ জলাঞ্জলি দিতে। ইনশাআল্লাহ চাঁদপুরের সবকটি আসনেই ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা নিয়ে লড়াই করবে। জনগণ ১২ ফেব্রুয়ারি হাতপাখার পক্ষে নিরব ভোট বিপ্লব ঘটাবে ইনশাআল্লাহ।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকাল ৩টায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা শাখার উদ্যোগে তৃণমূল প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

সভায় বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদসানী, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, যুব আন্দোলন চাঁদপুর জেলা সহ-সভাপতি মুফতি মুঈন উদ্দীন।

শাখা সভাপতি শেখ মুহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাইদুল ইসলাম সাদ্দাম, কারী মোস্তফা পাটওয়ারী, মাওলানা শোহরাব হোসাইন, তানজিল পাটওয়ারী, হাফেজ মুহিব্বুল্লাহ, প্রমুখ।

প্রতিবেদক: সাইদ হোসেন অপু চৌধুরী,
১৬ জানুয়ারি ২০২৬