Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / জৈনপুর ও মতলব এক্সপ্রেসসহ যানবাহনে জরিমানা
যানবাহনে জরিমানা

জৈনপুর ও মতলব এক্সপ্রেসসহ যানবাহনে জরিমানা

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় দূরপাল্লার যাত্রীবাহী বাস এবং মোটরযানে ২ জুন বিকেলে ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণির ম্যাজিষ্ট্র্যাট আমজাদ হোসেন।

জনগণের স্বার্থে পবিত্র ঈদ-উল-আযহা’কে সামনে রেখে জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করার লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ঈদকে পুঁজি করে নির্ধারিত ভাড়া চাইতে যেন যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা না হয় সে ব্যাপারে বাস মালিককে সতর্ক করে দেওয়া হয়।

এসময় নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করায় জৈনপুর ও মতলব এক্সপ্রেসসহ কয়েকজন মোটরসাইকেল আরোহীকে সড়ক পরিবহন আইনে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ৩ জুলাই ২০২৫