৪০তম জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষে মতলব উত্তর উপজেলা ছেংগারচর পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
এ উপলক্ষে মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে ছেংগারচর পৌর আ’লীগ দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল,দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছেংগারচর পৌর আ’লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি হাজ্বী মোঃ মনির হোসেন বেপারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান ঢালীর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুছ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা আ’লীগের সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম লস্কর ও যুগ্ন-সম্পাদক,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী গাজী।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ মোখলেছুর রহমান মাস্টার, পৌর যুবলীগ নেতা মোঃ এনায়েত উল্যাহ, ছেংগারচর পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শাহাদাত হোসেন খোকন ঢালী, ছেংগারচর পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রফিকুল ইসলাম রিপন,ছেংগারচর পৌর ছাত্রলীগের সভাপতি মাহাবুব আলম বাবু, ছেংগারচর বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের আহবায়ক মনির হোসেন আ’লীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ,শ্রমিকলীগ,ছাত্রলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলো। শেষে জাতীয় চার নেতার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মতলব উত্তর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ এমএ কুদ্দুছ, জাতীয় ৪ নেতার হত্যাকান্ডের বিচার দ্রুত করার দাবীর পাশাপাশি সরকারের উন্নয়নকে যেন কেউ বাঁধাগ্রস্ত করতে না পারে সেজন্যে সকলকে সতর্ক ও
জাতীয় চারনেতা হত্যার শোককে শক্তিতে পরিণত করে দেশের উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
স্বেচ্ছাসেবকলীগের আলোচনাসভা
একই দিন বিকেলে ছেংগারচর পৌর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
সভাপতি রফিকুল ইসলাম রিপনের সভাপতিত্বে ও পৌর স্বেচ্ছাসেবকলীগ নেতা মোঃ কামাল উদ্দিন ভুলুর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, ছেংগারচর পৌর স্বেচ্ছাসেবকলীগের ১নং ওয়ার্ড ওেস্বচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ আমিন মিয়াজী, ২নং ওয়ার্ড শাখার সভাপতি মোঃ আমান উল্যাহ,সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব আলম প্রমূখ।
এসময় পৌর স্বেচ্ছাসেবকলীগের অন্যান্য নেতৃবৃন্দ এসময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন।