কচুয়া

কচুয়ায় অর্ধশতাধিক বিএনপি’র নেতাকর্মী আ.লীগে যোগদান

চাঁদপুরে কচুয়ায় পালাখাল মডেল ইউনিয়নের পালাখাল ও ভূঁইয়ারা গ্রামের প্রায় অর্ধশতাধিক বিএনপি’র নেতাকর্মী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগের উন্নয়নে বিশ্বাসী হয়ে যোগদান করেছেন।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলার ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ে নৌকা মার্কার সমর্থনে আওয়ামীলীগের নির্বাচনী পথ সভায় সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা মো.গোলাম মোস্তফার নেতেত্বে তারা বাংলাদেশ আওয়ামীলীগে যোগদান করেন। আওয়ামীলীগে যোগদান কারীরা হলেন, পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের অধ্যাপক ও বিএনপি নেতা মো. নজরুল ইসলাম, নুরু মেস্ত্রী, যুবদল নেতা শাহপরান, আব্দুল কুদ্দুস, ছাত্রদল নেতা মোজাম্মেল হোসেন, সবুজ ও পালাখাল বাজারের ব্যবসায়ী ও বিএনপি নেতা মো. তাজুল ইসলাম ও যুবদল নেতা মো. মাহবুব আলমসহ আরো অনেকে।

এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আইয়ুব আলী পাটওয়ারী,সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ,আওয়ামীলীগ নেতা অ্যাড. শাহআালম ইকবাল, অ্যাড.কামাল হোসেন, পৌর মেয়র নাজমুল আলম স্বপন,ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন সোহাগসহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। যোগদান শেষে তারা আগামী ৩০ ডিসেম্ববর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর কে ভোট দিয়ে আবারো বিপুল ভোটে বিজয়ী করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু
২০ ডিসেম্বর,২০১৮

Share