চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরার দায়ে ২৫ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। শুক্রবার মধ্যরাত থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত পদ্মা-মেঘনা নদীর বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়। এসময় ৫৫ লাখ মিটার কারেন্ট জাল, ৪টি মাছ ধরার নৌকা ও দুই মণ ইলিশ জব্দ করা হয়েছে।
আটক জেলেরা হলেন : মো. ওসমান গনি, মো. সুজন, মো. ফাহিম, মো. কালু মিয়া, আ. কুদ্দুস আলী, মো. ইসমাইল, মো. ইউসুফ প্রধানিয়া, মো. মকবুল হোসেন প্রধানিয়া, মো. ফয়সাল প্রধানিয়া, মো. রাসেল প্রধানিয়া, মো. সাদ্দাম হোসেন, মো. এনামুল মোল্লা, মো. কুদ্দুস আলী সরদার, মো. আইমুর আলী, ইয়াকুব গাজী, মো. এমরান দর্জি, মো. রমেছ আলী, মো. গোলাম হোসেন, মো. ফারুক ও মো. সিদ্দিক আলী।
চাঁদপুর নৌ থানার অফিসার ইনচাজ (ওসি) মো. মুজাহিদুল ইসলাম বলেন, শুক্রবার মধ্যরাত থেকে ল¹িমারা, লক্ষ্মীরচর, রাজরাজেশ্বর, আমিরাবাদ, লালপুরসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এসময় মাছ ধরা অবস্থায় ৩টি নৌকা থেকে ২৫ জেলেকে আটক করা হয়। তাছাড়া পুলিশ দেখে পালিয়ে যাওয়া আরো একটি নৌকা এসময় জব্দ করা হয়। নৌকা ও নদীর বিভিন্ন স্থানে পেতে রাখা ৫৫ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
তিনি বলেন, আটক জেলেদের বিরুদ্ধে নৌ পুলিশ বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় নিয়মতি মামলা দায়ের করা হয়েছে। নিষেধাজ্ঞার সময়কালে কোন অবস্থাতে যেন জেলেরা নদীতে নামতে না পারে সে ব্যাপারে পুলিশ তৎপর রয়েছে। আগামীতেও অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
প্রতিবেদকঃ শরীফুল ইসলাম
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur