জেলেদের জন্য বিকল্প ব্যবস্থা করতে হবে : ডিসি

চাঁদপুরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প এর আওতায় জেলা পর্যায়ে অবহিতকরনে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
৭ ডিসেম্বর মঙ্গলবার সাড়ে ১১ টার দিকে সদর উপজেলা হল রুমে জেলা প্রশাসন ও জেলা মৎস দপ্তরের আয়োজনে অবহিতকরনে সেমিনার অনুষ্ঠিত হয়।

অবহিতকরন সেমিনারে সহকারি মৎস কর্মকর্তা মাহবুব রশিদের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস কর্মকর্তা গোলাম মেহেদী হাসান। সভাপতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

এসময় তিনি বলেন, জেলেদের জন্য বিকল্প ব্যবস্থা করতে হবে। ২০ কেজি করে চালের পরিবর্তে আরো বাড়াতে হবে। ৫১ হাজারের পরিবর্তে ৪০ হাজারের চাল এসেছে। আমি এ ব্যপারে মন্ত্রনালয়ে জানিয়েছি। মৃত ও পেশা পরিবর্তন কারী জেলেদের তালিকা হালনাগাদ চলছে। ৭ হাজার জেলেকে বাদ দিয়েছি। কে কি করেন সব কিছু আমি জানি। কে নদীতে জেলে নামান তাদের বিরুদ্ধে হুশিয়ারি করছি। যারা পেছনে থাকবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইলিশ রক্ষায় জনপ্রতিনিধিদের তেমন কোন সহযোগিতা পাইনি। জনগনকে সচেতন হতে হবে। ৬০ কিলোমিটার এলাকা প্রশাসনের একার পক্ষে পাহারা দেওয়া সম্ভব নয়।ইলিশ রক্ষায় জনপ্রতিনিধিরা কোন তথ্য দেয় নি তথ্য দিয়েছে সাংবাদিকরা।তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।

অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন,ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা পরিচালক জিয়া হায়দার চৌধুরী,মৎস অধিদপ্তরের বিভাগীয় উপ পরিচালক (কুমিল্লা) আব্দুস সাত্তার,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজিম দেওয়ান, নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন সিকদার, চাঁদপুর কোষ্টগার্ডের স্টেশান কমান্ডার মাশরাফ উদ্দিন নাহিয়ান,চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী,কবি ও ছড়াকার ডাঃ পিযূষ কান্তি বড়ুয়া।

সেমিনারের মূল প্রবন্ধ পাঠ করেন প্রকল্প পরিচালক শামছুল আরেফিন।

সিনিয়র স্টাফ করেসপন্ডেট

Share