চাঁদপুর সদর

ইব্রাহীমপুরে জেলেদের মাঝে চাল বিতরণ

চাঁদপুর সদর উপজেলার ১১নং ইব্রাহীমপুর ইউনিয়নে মার্চ-এপ্রিল দুই মাস মেঘনা নদীতে জাটকা ধরা থেকে বিরত থাকা জেলেদের মাঝে এপ্রিল মাসের বরাদ্দের খাদ্য সহায়তা (ভিজিএফ) চাল বিতরণ করা হয়েছে।

বুধবার (২৮ এপ্রিল) সকালে ইউনিয়ন পরিষদে এসব খাদ্য সহায়তা চাল বিতরণ করেন ইউপি সদস্য সিরাজ দিদার, সফিক আখন ও সেলিম বেপারী।

এ সময় উপস্থিত ছিলেন সরকারের প্রতিনিধি ট্যাগ অফিসার ও উপজেলা সমবায় কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, ইউপি সচিব সালামত উল্যাহ খান শাহীন।

এছাড়াও স্থানীয় আওয়ামী লীগ নেতা নয়ন মোল্লাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ইউপি সচিব জানান, এই ইউনিয়নে নিবন্ধিত জেলে ২২১৪জন। এর মধ্যে এপ্রিল মাসে বরাদ্দ এসেছে ২১১৯জনের। এই পর্যন্ত ৩ দফায় ৪০ কেজি করে ১২০ কেজি খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে জেলেদের মাঝে। চতুর্থ দফা বরাদ্দ আসলে মে মাসে বিতরণ করা হবে।

তিনি আরো জানান, ইব্রাহীমপুর ইউনিয়নের একটি বড় অংশ মেঘনা নদীর পশ্চিম পাড়ে। সেখানেও আজ জেলেদের মাঝে খাদ্যসহায়তা চাল বিতরণ করা হয়েছে। সেখানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আবুল কাশেম খান ও ইউপি সদস্যবৃন্দ উপস্থিত থেকে চাল বিতরণ করেছেন।

সিনিয়র স্টাফ করেসপন্ডেট

Share