চাঁদপুর সদর উপজেলা ৯নং বালিয়া ইউনিয়নে বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে জেলেদের মাঝে ৭ শ’১৪ জন জেলেকে জন প্রতি ৪০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
চাল বিতরণ কালে পরিদর্শন করেন, জেলা ত্রান ও পূণবাসন কর্মকর্তা নাছির উদ্দিন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, বালিয়া ইউনিয়নে চেয়ারম্যান তাজুল ইসলাম, সচিব মনসুর আহমেদ, টেক অফিসার ফারুক আহমেদ খানসহ মেম্বারগণ।
প্রসঙ্গত, মার্চ এপ্রিল দু’মাস চাঁদপুরের মেঘনা নদীতে জাটকা রক্ষা কার্যক্রমে অভয়আশ্রম ঘোষণা করেছে সরকার। এরই প্রেক্ষিতে চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের চর আলেক জেন্ডার পর্যন্ত ১শ’ কিলোমিটার মেঘনা নদীতে সকল প্রকার মাছধরা নিষিদ্ধ করা হয়েছে।
অভয়াশ্রম চলাকালীন সময়ে জেলে পরিবারের সহায়তাস্বরূপ তাদেরকে সহযোগিতায় সরকারি উদ্যোগে চাল বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
করেসপন্ডেন্ট
আপডেট, বাংলাদেশ সময় ০৮: ৩০ পিএম ২০ এপ্রিল ২০১৭, বৃহস্পতিবার
এইউ