চাঁদপুরে জেলা টাস্কফোর্স কমিটির জাটকা রক্ষা কার্যক্রম সভায় চাঁদপুরের জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল
চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল বলেন, জাটকা রক্ষা অভিযান আরো জোরদার করা হবে। এ ব্যাপারে জেলা প্রশাসন জিরো ট্রলারেন্স দেখাবে। এখন থেকে প্রতিদিন জেলা টাস্কফোর্স ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এবার যাত্রীবাহী লঞ্চে নিষিদ্ধ কারেন্ট জাল কিংবা জাটকা মাছ পাওয়া গেলে লঞ্চে থাকা সুপারভাইজারসহ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না।
তিনি আরো বলেন, মা ইলিশ রক্ষা অভিযানের ন্যায় আমাদের সফল হতে হবে। এ সফলতার ধারাবাহিকতা রক্ষা করতে হবে। মার্চ-এপ্রিল মাসে মেঘনা-পদ্মা নদীতে অভয়াশ্রম অঞ্চলে আইন অমান্য করে কোনো জেলে মাছ ধরতে নামলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। পদ্মা-মেঘনা নদীতে অভয়াশ্রমের সময় কোনো প্রকার জাল ফেলা ও মাছ ধরা যাবে না। জাটকা রক্ষায় জেলেদের পাশাপাশি জাটকা ব্যবসায়ী, পাচার ও পরিবহনের সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে। এ ছাড়াও ফেরুয়ারি মাসের মধ্যে যাতে তালিকাভুক্ত জেলেদের ভিজিএফ চাল পায় তার নিশ্চিত করতে হবে।
তিনি ৭ ফেব্রুয়ারি চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জাটকা রক্ষা কার্যক্রম জেলা টাস্কফোর্সের সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক এ কথাগুলো বলেন।
চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোঃ সফিকুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লে. এম এনায়েত উল্লাহ বিএন, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রুশদী, সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শওকত কবির চৌধুরী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ খান মোঃ আঃ হাই, চাঁদপুর জেলা ক্ষুদ্র মৎস্যজীবী সমিতি সভাপতি ও সাবেক জেলা ডেপুটি মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সিরাজুল ইসলাম বরকন্দাজ, জাতীয় মৎস্যজীবী সমিতি চাঁদপুর শাখার সভাপতি আঃ মালেক দেওয়ান, সাধারণ সম্পাদক মানিক দেওয়ান, কান্ট্রি ফিসিং বোট মালিক সমিতির সেক্রেটারী শাহ আলম মল্লিক, জাতীয় মৎস্য সমিতি চাঁদপুরের যুগ্ম সম্পাদক তছলিম বেপারী, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা ছিদ্দিকুর রহমান খান, খাঁচায় মাছ চাষী সমিতির সভাপতি আলমগীর মিয়াজী, লঞ্চ মালিক প্রতিনিধি বিপ্লব সরকার প্রমুখ।
সভায় মতলব দক্ষিণ, উত্তর ও হাইমচর উপজেলার মৎস্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ করেসপন্ডেন্ট || আপডেট: ১০:১০ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৬, রোববার
এমআরআর