Chief Corespondent :
ইলিশ সম্পদ রক্ষায় মৎস্য অধিদপ্তর মার্চ থেকে এপ্রিল এ দু’ মাস ষাটনল থেকে লক্ষ্মীপুর জেলার চর আলেকজান্ডার পর্যন্ত পদ্মা মেঘনা নদীর ১০০ কিমি সীমাানায় সকল ধরণের জাল ফেলা ও মাছ ধরা নিষেধ করেছে।
অথচ এক শ্রেণীর আসাধু জেলে প্রতিবছর সরকারের এসব নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা মেঘনায় অবাধে জাটকা ইলিশ নিধন করছে। আর প্রতি বছরই ওইসব আসাধু জেলেদের পাপ যেনো আশির্বাদ হয়ে ধরা দেয় হতদরিদ্র কিছু মানুষের কাছে।
নৌ-কর্তৃপক্ষ কর্তৃক জেলেদের কাছ থেকে উদ্ধার হওয়া ছোট জাটকা মাছগুলো গরিব মানুষদের মাঝে বিতরণ করা হয়। হতদরিদ্র এই মানুষগুলো তাই জাটকা আটকের খবর শুনলেই দলবেধে ছুটে আসেন জাটকা নামধারী ছোট ইলিশ মাছ নিতে। কোষ্টগার্ড কতৃক আটক হওয়া এসব জাটকা এতিমখানা- গরিব দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়। আর অর্থভাবে ইলিশ মাছ কিনে খেতে না পারা মানুষগুলো এভাবেই হুমড়ি খেয়ে পরেন জাটকা খেয়ে ইলিশের স্বাদ মিটাতে।
প্রতিবেদনের ছবিটি চাঁদপুর টাইমসের প্রধান প্রতিবেদক পুরাণবাজার এলাকার একটি মাছ ধরার ঘাট থেকে ক্যামেরায় ধারণ করছেন।