মতলব দক্ষিণ

জেলেদের জীবন ও জীবিকায় সরকার নানা কল্যাণমূলক কাজ করছে : এমপি রুহুল

সাংসদ আলহাজ্ব এডভোকেট নূরুল আমিন রুহুল বলেন, বর্তমান সরকার জেলেদের জীবন ও জীবিকায় নানা কল্যাণমুখী কাজ করে আসছেন। বিকল্প কর্মসংস্থানের আওতায় জেলেদের প্রশিক্ষণের ব্যবস্থা করে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলা হচ্ছে। এছাড়া খাদ্য সহায়তা হিসেবে তাদের প্রতি পরিবারে ৪০ কেজি চাল দেয়া হচ্ছে।

বৃহত্তম কুমিল্লা মৎস্য প্রকল্পের আওতায় নিবন্ধন ও প্রশিক্ষিত জেলেদের বিকল্প কর্মসূচী হিসেবে ভ্যান গাড়ি বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

২৫ অক্টোবর রোববার সন্ধ্যায় মতলব দক্ষিণ উপজেলা মৎস্য অফিস কার্যালয়ে এই উপকরণ বিতরণ করেন এড.নুরুল আমিন রুহুল এমপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা হক ও পরিচালনা করেন সিনয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা।

এসময় মতলব দক্ষিণ উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ,, জেলা কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ,মতলব উপজেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি দেওয়ান রেজাউল করিম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক বিন জামান,এম.এ আজিজ বাবুল, সাবেক সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়াম্যান মোঃ মুবিন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম রুনু, ,কাউন্সিলর কিশোর কুমার ঘোষ, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক চন্দন শাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল ইসলাম খান,মতলব পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী ইয়ামিন, উপজেলা ছাত্রলীগ নেতা লিখন সরকার,রিয়াদুল আলম রিয়াদসহ আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক:মাহফুজ মলিলক,২৫ অক্টোবর ২০২০

Share