Home / সারাদেশ / জেলেদের জন্য সাড়ে ১০ হাজার টন চাল বরাদ্দ
১০ হাজার টন চাল বরাদ্দ, ১০ হাজার টন চাল বরাদ্দ

জেলেদের জন্য সাড়ে ১০ হাজার টন চাল বরাদ্দ

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ আহরণ নিষিদ্ধকালীন সময়ে জেলেদের জন্য ১০ হাজার ৫৬৬.৮৪ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। চলতি ২০২০-২১ অর্থবছরে সরকারের মানবিক খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় ৩৬টি জেলার ১৫২টি উপজেলার ৫ লাখ ২৮ হাজার ৩৪২টি জেলে পরিবার এ সহায়তা পাবে।

আরো পড়ুন……...এ সময় মাছ ধরা নিষিদ্ধ

গত মৌসুমের তুলনায় এবার অতিরিক্ত আরো এক লাখ ২০ হাজার ২৬৩টি জেলে পরিবারকে এ খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। প্রত্যেক পরিবার পাবে ২০ কেজি করে চাল।

আগামী ৩০ অক্টোবরের মধ্যে ভিজিএফ চাল উত্তোলন ও সংশ্লিষ্টদের মাঝে বিতরণ করার জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে আগামী ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর মোট ২২ দিন সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করেছে সরকার।

বার্তাকক্ষ, ০৩ অক্টোবর,২০২০;
কে. এইচ