চাঁদপুর

চাঁদপুরে ৫ লক্ষাধিক টাকার ‘জেলি পুশকৃত’ চিংড়ি জব্দ

চাঁদপুর কোস্টগার্ড হারিণা ফেরিঘাটে অভিযান চালিয়ে বুধবার (৫ অক্টোবার) রাতে ৫ লক্ষাধিক টাকার ‘জেলি পুশকৃত’ চিংড়ি জব্দ করে।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) চাঁদপুর কোস্টগার্ডের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন কমান্ডার সা.লেফ্টেন্যান্ট এম আতাহার আলী এর নেতৃত্বে চাঁদপুর কোস্ট গাডের্র অপারেশন দল যাত্রীবাহী বাস ‘দিদার এবং কমফোর্ট পরিবহন’ হতে ৯ শ’৮০ কেজি জেলি পুশকৃত চিংড়ি জব্দ করে । যার আনুমানিক মূল্য ৫ লাখ ৮৮ হাজার টাকা।

জব্দকৃত জেলি পুশকৃত চিংড়ি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মৎস্য কর্মকর্তার নিকট হস্তান্তরপূর্বক ধ্বংস করার জন্য মাটি চাপা দেয়া হয়।

কোস্ট গার্ড স্টেশন চাঁদপুরের স্টেশন কমান্ডার সা.লেফ্টেন্যান্ট এম আতাহার আলীবলেন, ‘নৌ-পথে অবৈধ মালামাল পাচার রোধে চাঁদপুর কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।’

প্রেস বিজ্ঞপ্তি : আপডেট, বাংলাদেশ সময় ০৬:৩০ পিএম, ০৬ অক্টোবর ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ

Share