জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ইলিয়াস মিয়ার ঘোষণা

প্রেস বিজ্ঞপ্তি: গত ১১ জুলাই ২০২৩ তারিখ থেকে বাংলাদেশ শিক্ষক সমিতি(বিটিএ)র কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়করনের দাবী দাওয়া নিয়ে অবস্থান কর্মসূচি শুরু হয়।যেহেতু আমি মাধ্যমিক শিক্ষক সমিতি চাঁদপুর জেলা শাখার সভাপতি তাই বিটিএর কর্মসূচির সাথে সম্পৃক্ত ছিলাম না।তবে গত ১৮ /৭/২০২৩ ইং তারিখ সন্ধ্যায় মাধ্যমিক শিক্ষক সমিতির এক সভা অনুষ্ঠিত হয়।সভায় বাংলাদেশ শিক্ষক সমিতির আন্দোলনের সাথে একাত্বতা প্রকাশ করা হয়।

এরই ধারাবাহিকতায় ২০ জুলাই ২০২৩ সকালে শিক্ষক নেতাদের নিয়ে ঢাকায় জাতীয় প্রেসক্লাবে যাওয়ার আহ্বান করা হয়। তবে ১৯ জুলাই মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের সাথে কেন্দ্রীয় নেতারা বসেন এবং সেখানে যেহেতু একটা সিদ্ধান্ত হয় । তাই ২০/৭/২৩ তারিখ ঢাকায় যাওয়ার কর্মসূচি প্রত্যাহার করা হয়। আমরা সেই মোতাবেক সবাই বিদ্যালয়েই ছিলাম এমনকি আমাদের শিক্ষা কার্যক্রমও চলমান ছিলো।কিন্তু ইদানিং কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে আমাদের হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। কাজেই এ বিষয়ে ভুল না বুঝে সবাইকে সজাগ থাকার অনুরোধ জানাচ্ছি।

Share