চাঁদপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে মহান বিজয় দিবসের আলোচনা, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ১৬ ডিসেম্বর শনিবার বিকেলে চাঁদপুর সরকারি মহিলা কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ও জেলা প্রশাসকের সহধর্মিণী আখতারী জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৈৗধুরী।
জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অধ্যাপিকা মাসুদা নূর খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিপ্রা দাসের পরিচালনায় উপস্থিত ছিলেন, নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শাহীন সুলতানা, সহ- সাধারণ সম্পাদক ফেরদৌসী বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক আফরোজা খাতুন প্রমুখ। ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিকেলে প্রধান অতিথিসহ অন্য অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
ছবি ক্যাপশন \ মহান বিজয় দিবসে জেলা মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে আলোচনা সভা শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন জেলা প্রশাসকের সহধর্মিণী আখতারী জামান।
প্রতিবেদক- আশিক বিন রহিম
: আপডেট, বাংলাদেশ সময় ১১:০০ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৭, শনিবার
ডিএইচ