চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতু ও সাধারণ সম্পাদক মাহমুদা বেগম স্বাক্ষরিত চিঠির মাধ্যমে কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে অধ্যাপিকা মাসুদা নূর খানকে আহ্বায়ক করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন আয়শা রহমান লিলি, মৃদুলা সাহা ও মনোয়ারা হারুন।
সদস্যরা হলেন—জাহানারা বেগম জানু, উপধ্যক্ষ আফরোজা খাতুন, শাহনাজ রহমান, কাউন্সিলর আয়েশা রহমান, নূরজাহান বেগম কুমকুম, অনিমা সাহা, শাহানারা বুলবুল, আবিদা সুলতানা, শিপ্রা দাস, আয়েশা হাসান শ্যামলী, সাহিদা বেগম, নাহিদা সুলতানা রনি, কানিজ আয়শা কবিতা, লায়লা আঞ্জুমানারা, মুক্তা বেগম, ফেরদৌসী বেগম, আসাম আক্তার, শাহিনা আক্তার, ছালেহা বেগম, সালমা শহীদ, তাছলিমা আক্তার, জাহানারা ইমাম, আয়েশা রেদওয়ান সিমু, তাসলিমা আক্তার, ফেরদৌসী আক্তার, আজমুর বেগম ও দিলরুবা বেগম।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, আগামী ৩০ মের মধ্যে থানা আহ্বায়ক কমিটি গঠন করতে হবে। তা না হলে জেলা আহ্বায়ক কমিটি বাতিল বলে গণ্য হবে।
মাসুদা নূর খান বলেন, ১৯৯২ সালে প্রথম জেলা মহিলা আওয়ামী লীগের কমিটি গঠিত হয়। এরপর ২০০০ ও ২০০৫ সালে কমিটি হয়। সর্বশেষ কমিটি গঠন হয় ২০১৪ সালে। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী, আগামী এক-দেড়মাসের মধ্যেই উপজেলা কমিটিগুলো করে ফেলবো।