বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটিএ) এর চাঁদপুর জেলা শাখার ২০২১ – ২০২৩ সালের কার্যনির্বাহী কমিটি প্রকাশ করা হয়েছে।
এতে অধ্যাপক ওয়ালিদ হোসেন (ফরাজীকান্দি উয়েসিয়া কামিল মাদরাসা, মতলব উত্তর) সভাপতি,অধ্যাপক মোহাম্মদ আরিফ ইমাম (বেলচোঁ কারিমাবাদ ফাজিল মাদরাসা, হাজীগঞ্জ)সাধারণ সম্পাদক ও মোহাম্মদ শাহজাহান মিয়া বিএসসি (হাজীগঞ্জ আহমাদিয়া কামিল মাদরাসা) সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক জহির উদ্দিন হাওলাদার ও মহাসচিব অধ্যাপক মো.দেলোয়ার হোসেন অনুমোদিত চাঁদপুর জেলা কার্যনির্বাহী কমিটির অন্যান্যের মধ্যে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মো. সালেহ উদ্দিন জিন্নাহ, যুগ্ম-সম্পদক মো.শামছুল আরেফিন মুকুল, অর্থ সম্পাদক অধ্যাপক বজলুর রশিদ, দপ্তর সম্পাদক অধ্যাপক বোরহান উদ্দিন, প্রচার সম্পাদক সুলতান আহমেদ, সাহিত্য ও পাঠাগার সম্পাদক অধ্যাপক ইলিয়াস মাহমুদ,ক্রীড়া সম্পাদক অধ্যাপক মো. আবু ইউছুফ,মহিলা সম্পাদক অধ্যাপিকা মোস্তারী বেগম,গণসংযোগ সম্পাদক অধ্যাপক আলমাস মিয়া, সম্মানিত সদস্য অধ্যাপিকা তাসলিমা মুন্নি, অধ্যাপক সিরাজুল ইসলাম, অধ্যাপক ইকবাল পাটোয়ারি, অধ্যাপক আনিছুর রহমান,অধ্যাপক এস এম চিশতী, অধ্যাপক সাখাওয়াত হোসেন, অধ্যাপক আশরাফুল আলম, শাকিলা ইয়াসমিন মাসুদ ইউনুস,মো.আবু হানিফ, মোহাম্মদ উল্যাহ,কামরুল হাসান,এম আর ইসলাম বাবু প্রমুখ।
আলীয়া ধারার মাদরাসায় সাধারণ (নন এ্যারাবিক) বিষয়ে পাঠদানে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জাতীয় পেশাজীবী সংগঠন বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন সাধারণ শিক্ষকদের পেশাগত উন্নয়ন, বিদ্যমান বৈষম্য দূরীকরণ সহ ন্যায়সম্মত দাবী আদায়ে সোচ্চার। মাদরাসা শিক্ষাকে যুগোপযোগী ও আধুনিকায়নে সরকারের গৃহীত কার্যক্রমে কার্যকর সহায়ক হিসেবে অবদান রাখছে।
সিনিয়র করেসপন্ডেন্ট , ২৩ আগস্ট ২০২১
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur