৩১ দফা বাস্তবায়নে চাঁদপুর জেলা বিএনপি সভাপতির প্রচারণা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির প্রচারে এবং ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ করেছে চাঁদপুর পৌর ১০ নং ওয়ার্ড বিএনপি।
৮ আগস্ট বৃহস্পতিবার আসর নামাজ শেষে মিছিলটি জেএম সেনগুপ্ত রোড থেকে আদালত পাড়া পুলিশ ফাঁড়ির সামনে দিয়ে প্রবেশ করে ছায়াবানী সংলগ্ন আদালত পাড়া মসজিদের পাশ দিয়ে হাজী মহসিন রোডে হয়ে আলিম পাড়া, প্রতাপ সাহা রোড, পালপাড়া হয়ে নিউ ট্রাক রোড দিয়ে রহমতপুর আবাসিক এলাকা ঘুরে কালাম খালেক সুশীল শংকর রোড হয়ে বিআইডব্লিউটি এ মোড় দিয়ে শহীদ জাবেদ সড়ক হয়ে পুনরায় জেম সেনগুপ্ত রোডে অবস্থিত জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাসভবনে এসে শেষ হয়। এ সময় তারা জাতীয়তাবাদী চেতনায় জনগণকে উদ্বুদ্ধ করতে শ্লোগান দেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। মিছিলের নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। মিছিলে উপস্থিত ছিলেন সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, ডি.এম শাহজাহান, পৌর বিএনপি’র সভাপতি আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক এডভোকেট হারুন অর রশিদ, ১০ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ হাবিব উল্যাহ পাটওয়ারী, সাধারণ সম্পাদক মোঃ শহীদ ঢালী, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন বেপারী প্রমুখ।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক/৮ আগস্ট ২০২৫