জেলা বিএনপির সভাপতির সাথে কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সাথে মতবিনিময়
চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক এর সাথে শুভেচ্ছা বিনিময় করেন পুরান বাজার ডিগ্রী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
শনিবার ৩১ মে দুপুর ১২ টায় জিএম সেনগুপ্ত রোড মনিরা ভবনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চাঁদপুর জেলা শাখার সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিককে ফুলের শুভেচ্ছা জানানো হয়। এ সময় নবগঠিত ছাত্রদলের সাথে মতবিনিময় কালে তিনি বলেন,জাতীয়াতাবাদী ছাত্রদল এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে, ছাত্রদল সুসংগঠিত হওয়ার বিকল্প নেই। গণমানুষের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্ষমতায় পূনর্বাসনের জন্য ছাত্রদলের ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ মূখ্য ভূমিকা পালন করবে। দলের দূর্দিনের কর্মী,মেধাবী,ত্যাগী ও পরিশ্রমীদের মূল্যায়ন করবে দল। সুবিধাভোগী, অনুপ্রবেশকারীদের দলে স্থান দেওয়া হবে না।
এ সময় জেলা ছাত্রদলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন,চাঁদপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী,সাধারণ সম্পাদক এইস এম ইসমাইল হোসেন পাটওয়ারী ও সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
ফুলেল শুভেচ্ছা জানায় চাঁদপুর পুরান বাজার ডিগ্রী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি মো: হামিদুল ইসলাম বাহার, সহ-সভাপতি মীর আলামীন,পরশ দাশ, সাধারণ সম্পাদক ওয়ালী রাইয়ান যুগ্ম সাধারণ সম্পাদক রাতুল মজুমদার, সাব্বির হোসেন খান,আমিনুল ইসলাম রাহাত সাংগঠনিক সম্পাদক পলাশ প্রমুখ।
স্টাফ রিপোর্টার, ৩১ মে ২০২৫